Tuesday, April 16, 2013

আপনার ইন্টারনেটের গতি যাচাই করে নিন

অনেকেই বিভিন্ন প্রতিস্থানে  ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকেন।মুঠোফোনের মাধ্যমে ও অনেকে ইন্টারনেট ব্যবহার করেন।প্রযুক্তিগত নানা কারনে ইন্টারনেট ধীর হতে থাকে।অনেকে বুজতে পারেন না সমস্যা কন জায়গায়-কম্পিউটারে নাকি সংযোগে?খুব সহজে রান কমান্ড দিয়ে এ সমস্যার মূল কারন খুজে বের করা যায়।


শুরুতে আপনার নেটওয়ার্ক সংযোগটি চালু করুন।আইপি সংক্রান্ত সমস্যা জানার জন্য  Run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার করুন।ইন্টারনেট সংযোগের Properties থেকে Network থেকে প্রোটোকল(TCP/IP) দুই ক্লিক করুন।ঠিক মতো আইপি,সাবনেট মাস্ক,ডিফেল্ট গেটওয়েসহ ডিএন গুলো বসিয়ে ok করুন।স্টার্ট মেনু থেকে Run এ গিয়ে  ping 8.8.4.4 -t লিখে এন্টার করুন।এই পিং ঠিকানা দিয়ে ok করলে কয়েক রকম ফলাফল আসতে পারে।যেমন Reply From 8.8.4.4:bytes=XX time=XXXms TTL=XX এলে ধরে নিতে হবে সংযোগ ঠিক আছে।Request timed out এলে বুঝতে হবে পিং মিসিং বা সমস্যা আছে।Destination Host Unreachable এলে আপনার নেটওয়ার্ক সংযোগ অচল আছে।Hardware error এলে ধরে নিতে হবে আপনার সংযোগ বিচ্ছিন্ন আছে।

No comments:

Post a Comment