Wednesday, April 3, 2013

শুরু হচ্ছে নতুন অনলাইন সংবাদ সংস্থা

বাংলা সংবাদপত্রের দুনিয়ায় যুক্ত হয়েছে আর ও একটি অনলাইন সংবাদ সংস্থা তাৎক্ষনিক.কম।বেশ কিছু সৎ,তুখর সাংবাদিক,রিপোর্টার নিয়ে শুরু হল বাংলা অনলাইন নিউজ পোর্টাল তাৎক্ষনিক.কম।সঠিক সংবাদ প্রদানের মাধ্যমে ই পাঠকদের কাছে গ্রহনযোগ্যতা ই আমাদের প্রথম লক্ষ্য।সবসময় খবরের সর্বশেষ আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন তাৎক্ষনিক.কম এ।আমরা আপনাদের সর্বশেষ সঠিক সংবাদ প্রেরনে সর্ব্দা সজাগ।আমাদের সংবাদদাতারা সারাদেশে ছড়িয়ে আছে।তারা সারাদেশের সর্বশেষ সংবাদ সংগ্রহ করতে প্রস্তুত।

নতুন এক পথে আমাদের এই পথ চলা,আশা করি আমাদের এই পথ চলায় আমরা আপনাদের সাথে পাব।সর্বপরি আপনাদের দোয়া প্রার্থী।

সময় পেলে ঘুরে আসুন এই পেজ এঃhttp://www.taatkhonik.com/

সুখবর সুখবর সুখবর ব্রডব্রান্ডের গতি ১ এমবিপিএস হচ্ছে।

ব্রডব্রান্ড গ্রাহকদের কমপক্ষে ১ এমবিপিএস ব্রান্ডউইথ দিতে নির্দেশনা দিয়েছে ইন্টারনেত সেবাদানকারী  সংস্থা বিটি আরসি।সোমবার জারি করা নতুন নির্দেশনায় গ্রাহকদের পরিচয় নিশ্চিত করে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলা হয়েছে।এর নুন্যতম গতি হবে ১ এমবিপিএস।গ্রাহকদের জন্য ১ এমবিপিএস ব্রান্ডউইথ নিশ্চিত করতে হবে এবং এর চেয়ে কম ব্রান্ডউইথকে বলা হবে ন্যারোব্রান্ড।

লাইসেন্সডারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও  ব্রডব্রান্ড ওয়্যারলেস এক্সেস অপারেটরদের এপ্রিলের ৩০ তারিখের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।বর্তমানে চালু বিভিন্ন প্যাকেজ,অফার ও মূল্য তালিকা নতুন করে সাজাতে বলা হয়েছে।নির্দেশনায় বলা হয়,বিটি আরসি প্রবর্তিত গ্রাহক নিবন্ধিত ফর্ম ব্যবহার করে গ্রাহকের পরিচয়  নিশ্চিত করে ইন্টারনেট সংযোগ দেয়া হবে।