Tuesday, April 16, 2013

আপনার ইন্টারনেটের গতি যাচাই করে নিন

অনেকেই বিভিন্ন প্রতিস্থানে  ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকেন।মুঠোফোনের মাধ্যমে ও অনেকে ইন্টারনেট ব্যবহার করেন।প্রযুক্তিগত নানা কারনে ইন্টারনেট ধীর হতে থাকে।অনেকে বুজতে পারেন না সমস্যা কন জায়গায়-কম্পিউটারে নাকি সংযোগে?খুব সহজে রান কমান্ড দিয়ে এ সমস্যার মূল কারন খুজে বের করা যায়।


শুরুতে আপনার নেটওয়ার্ক সংযোগটি চালু করুন।আইপি সংক্রান্ত সমস্যা জানার জন্য  Run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার করুন।ইন্টারনেট সংযোগের Properties থেকে Network থেকে প্রোটোকল(TCP/IP) দুই ক্লিক করুন।ঠিক মতো আইপি,সাবনেট মাস্ক,ডিফেল্ট গেটওয়েসহ ডিএন গুলো বসিয়ে ok করুন।স্টার্ট মেনু থেকে Run এ গিয়ে  ping 8.8.4.4 -t লিখে এন্টার করুন।এই পিং ঠিকানা দিয়ে ok করলে কয়েক রকম ফলাফল আসতে পারে।যেমন Reply From 8.8.4.4:bytes=XX time=XXXms TTL=XX এলে ধরে নিতে হবে সংযোগ ঠিক আছে।Request timed out এলে বুঝতে হবে পিং মিসিং বা সমস্যা আছে।Destination Host Unreachable এলে আপনার নেটওয়ার্ক সংযোগ অচল আছে।Hardware error এলে ধরে নিতে হবে আপনার সংযোগ বিচ্ছিন্ন আছে।

Wednesday, April 3, 2013

শুরু হচ্ছে নতুন অনলাইন সংবাদ সংস্থা

বাংলা সংবাদপত্রের দুনিয়ায় যুক্ত হয়েছে আর ও একটি অনলাইন সংবাদ সংস্থা তাৎক্ষনিক.কম।বেশ কিছু সৎ,তুখর সাংবাদিক,রিপোর্টার নিয়ে শুরু হল বাংলা অনলাইন নিউজ পোর্টাল তাৎক্ষনিক.কম।সঠিক সংবাদ প্রদানের মাধ্যমে ই পাঠকদের কাছে গ্রহনযোগ্যতা ই আমাদের প্রথম লক্ষ্য।সবসময় খবরের সর্বশেষ আপডেট পেতে নিয়মিত ভিসিট করুন তাৎক্ষনিক.কম এ।আমরা আপনাদের সর্বশেষ সঠিক সংবাদ প্রেরনে সর্ব্দা সজাগ।আমাদের সংবাদদাতারা সারাদেশে ছড়িয়ে আছে।তারা সারাদেশের সর্বশেষ সংবাদ সংগ্রহ করতে প্রস্তুত।

নতুন এক পথে আমাদের এই পথ চলা,আশা করি আমাদের এই পথ চলায় আমরা আপনাদের সাথে পাব।সর্বপরি আপনাদের দোয়া প্রার্থী।

সময় পেলে ঘুরে আসুন এই পেজ এঃhttp://www.taatkhonik.com/

সুখবর সুখবর সুখবর ব্রডব্রান্ডের গতি ১ এমবিপিএস হচ্ছে।

ব্রডব্রান্ড গ্রাহকদের কমপক্ষে ১ এমবিপিএস ব্রান্ডউইথ দিতে নির্দেশনা দিয়েছে ইন্টারনেত সেবাদানকারী  সংস্থা বিটি আরসি।সোমবার জারি করা নতুন নির্দেশনায় গ্রাহকদের পরিচয় নিশ্চিত করে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলা হয়েছে।এর নুন্যতম গতি হবে ১ এমবিপিএস।গ্রাহকদের জন্য ১ এমবিপিএস ব্রান্ডউইথ নিশ্চিত করতে হবে এবং এর চেয়ে কম ব্রান্ডউইথকে বলা হবে ন্যারোব্রান্ড।

লাইসেন্সডারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও  ব্রডব্রান্ড ওয়্যারলেস এক্সেস অপারেটরদের এপ্রিলের ৩০ তারিখের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।বর্তমানে চালু বিভিন্ন প্যাকেজ,অফার ও মূল্য তালিকা নতুন করে সাজাতে বলা হয়েছে।নির্দেশনায় বলা হয়,বিটি আরসি প্রবর্তিত গ্রাহক নিবন্ধিত ফর্ম ব্যবহার করে গ্রাহকের পরিচয়  নিশ্চিত করে ইন্টারনেট সংযোগ দেয়া হবে।

Monday, April 1, 2013

বাংলায় শুরু হচ্ছে Google Adsense

বর্তমানে ৩৫ টি ভাষায় Google Adsense সাপোর্ট করে।যার মধ্যে  বাংলা ভাষা নেই।অথচ পৃথিবী তে বাংলা ভাষার স্থান চতুর্থ।এটা আমাদের জন্য হতাশার খবর।তবে ২০১৩সালের মধ্যে ই ওয়েব সাইট ও ব্লগারদের সুখবর পাওয়ার সম্ভাবনা আছে।Google তাদের কে বাংলা ভাষার প্রগ্রামিনের অনুমোদন দেয়ার চিন্তা ভাবনা করছে।আর জন্য google কয়েনজন বাঙালিকে তাদের কোম্পানিতে চাকরির সুযোগ করে দিয়েছে।

এখন শুধু সুখবর পাবার অপেক্ষা। অ বছরের মধ্যে এ সুখবর পাওয়া যাবে বলে এক সুত্রে জানা গেছে।বাংলা ভাষায় google adsense চালু হলে অনেকের কাছে আকাশের চাদ পাওয়ার মত মনে হবে।ও অনেকে প্রফেশনালি ব্লগিন করতে পারবে।
   

Thursday, March 28, 2013

ঘরে বসে ইনকাম এর সবচেয় উত্তম মাধ্যম গুগল এডসেন্স

Adsense কি ?
Adsense Google  এর একটি প্রতিষ্ঠান,গুগল Adsense  অনলাইন ভিত্তিক  বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন দাতা সংস্থা। সহজ ভাষায় Adsense হচ্ছে ব্লগ বা অয়েব সাইট থেকে টাকা ইনকাম করার জন্য সব চেয়ে ভাল মাধ্যম। আপনার যদি একটি ভাল মানের ব্লগ  বা অয়েব সাইট থাকে তাহলে আপনি খুব সহজেই শত শত ডলার ইনকাম করতে পারবেন Adsense  এর মাধ্যমে।
Adsense কেন ? 
আপনার আয়েব সইট থেকে টাকা ইনকাম করতে সাহায্য করাই এডসেন্স এর কাম্য। বতর্মানয়ে ্রায়কল ধরনের জি্নিত্র অনলাইনেই পাওয়া সম্ভব,তাই অনেকেই তাদের পন্য বিক্রির জন্য অনলাইন ভিত্তিক Ad  দিয়ে থাকে,আর যেহেতু অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনের উত্তম মাধ্যম হছে ডসেন্স,তাই সবাইনির্দিষ্ পরিমান অর্থের  বিনিময়ে এডসেন্স কেই বেছে নেয়।সেই সকল এড আপনার আয়েব সাইট এ প্রদর্শনের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতেপারবেন,  যদি  আপনার একটি ভালো মানের ব্লগ বা আয়েব সাইট থাকে,সেই সাইটে যদিডসেন্স এর এড ব্যবহার করেন আর সেই Ad  এ যদি কেউ ক্লিক করে তাহলে Adsense  সেই ক্লিক এর জন্য আপনাকে টাকা প্রদান করবে।

Adsense কিভাবে পাবেন ?
Adsense  একাউন্ট পেতে হলে আপনাকে তদের সকল শর্ত মানতে হবে। প্রথমেই আপনার একটি মানসম্মত ব্লগ বা আয়েব সাইট থাকতে হবে। যদি থাকে তাহলে www.google.com/adsense এই সাইট এ গিয়ে সাইন আপ এ ক্লিক করুন এবার  যে ফর্ম টি আসবে তাতে সঠিক তথ্য প্রদান করুন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে Adsense   এক থেকে দুই দিন এর মধ্যে আপনাকে জানাবে যে আপনি Adsense  এর যোগ্য কিনা।যদি adsense  থেকে আপনার সাইট টি এপ্রুভ করা হয় তাহলে আর দেরি না করে  Adsense  থেকে এড কোড নিয়ে আপনার সাইট এ  কোড গুলি বসিয়ে দিন আর শুরু করে দিন ডলার ইনকাম।
আপনি কি পারবেন Adsense থেকে ইনকাম করতে?
হ্যাঁ আপনিও পারবেনAdsense থেকে ইনকাম করতে,কিন্তু তার জন্য আপনাকে সামান্য পরিশ্রম করতে হবে। ক‌য়েকটি গুন আপনার মধ্যে থাকতেই হবে যেমনঃ আপনাকে কিছুটা ইংরেজি জানতে হবে,ইন্টারনেট সম্বন্ধে ধারনা থা্কতে হবে,,ইনকাম করার জন্য ধৈয‍‌ ধারন করার ক্ষমতা থাকতে হবে। আপনার আয়েব সাইটে ভাল মানের ভিজিটর থাকতে হবে, আর সাইটে প্রচুর ভিজিটর আনার জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটি  পোষ্ট করতে হবে। পোষ্টগুলি অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে,তাহলেই আপনার সাইটে ভিজিটর বারবে ,আর যত ভিজিটর আসবে তত ক্লিক এর সংখ্যা বারবে তখন ইনকামও বারবে। চেষ্টা করে দেখুন আপনিও পারবেন অনলাইন থেকে ঘরেবসে ইনকাম করতে।আপনার মতোই হাজারো বাঙালি ঘরে বসে ইনোকাম করছে তাহলে আপনি পারবেন না কেন? আসাকরি ছোটবেলার কথাটা ভুলে যাবেন না কখনোই “এক বার না পারিলে দেখ শত বার”।

কোথায় Adsenseব্যবহার করা যায়?
Adsense ব্যবহার করে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে একটি প্রাইমারি ডোমেইন থাকতে হবে,যেমনঃwww.tutorialbd247.com, তবে যারা প্রথম দিকে টাকা খরচ করে com ডোমেইন কিনতে চান না তদের জন্যও ব্যবস্থা আছে, আপনি প্রথম দিকে www.blogger.com সাইট থেকে একটি ব্লগ বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন।আপনার ব্লগে বা সাইটের সার্চ বক্স এর মধ্যেও Ad বসাতে পারবেন।www.youtube.com এ Ad বসিয়েউ ইনকাম করা যায়।তবে ব্লগারে Ad ব্যবহার করাই সবচেয়ে ভাল।
কিভাবে Adsense থেকে টাকা প্রদান করা হয় ?
Adsense থেকে টাকা পাওয়ার মাধ্যম হচ্ছে চেক, Adsense চেক এর মাধ্যমে টাকা প্রদান করে থাকে,আপনার ইনকাম যখন ১০ ডলার অতিক্রম করবে তখন Adsense আপনার এড্রেস ভেরিফাই করার জন্য একটা চিঠি পাঠাবে আপনার দেয়া ঠিকানায়, যদি এড্রেস টি ভেরিফাইড হয়ে থাকে তাহলে আপনার ইনকাম ১০০ ডলার অতিক্রম করলেই Adsenseআপনাকে চেক পাঠিয়ে দিবে।

tutorial